গতিমান ঘড়ির কাঁটা,
অসময়ে বুঝিয়ে দেয়-
সময়ের দাম।
থমকে থাকা সময়ের বুকে -
উইপোকা ঢিবি গড়ে।
উইপোকার খাতিরে
দস্যু রত্নাকরও হয়ে যায় বাল্মীকি।
নিজেকে কচ্ছপের মতো
গুটিয়ে রাখি।
উতলা হাওয়া ছুঁয়ে যায়-
পালতোলা নৌকার ঠোঁট।
মনের শেকড় প্রোথিত হয়,
গভীর থেকে গভীরে।
তবুও সম্পর্ক ভেঙে পড়ে,
দুমড়ে যাওয়া গাছের মতোই।