তুই তো এলি না!
বিশ্বজিৎ দাস


তোকে রাখতে চাই যতনে।
তোরে কোনো মতে হারাতে চাই না।
আমি জানি তুই আমার,
তাহলে তুই কেন ভাবিস
অন্য পুরুষের কথা ?


তোকে আমার করে নেবো বলে,
আসতে বলেছিলাম নদীর তীরে।
নিয়ে এসেছিলাম তোর জন্য
রজনী, গোলাপ,কামিনী আরো কত কি!


সকাল থেকে সারা দুপুর
অপেক্ষা করি তুই আসবি বলে।
কিন্তু তুই তো এলি না !
সূর্য ডুবে সন্ধ্যা হয়ে গেল
পাখিরাও ফিরে যাচ্ছিল
তাদের নির্জন একাকী বাসাতে।


তুই কি কখনো দেখেছিলিস,
পাখিদের নির্জন একাকী বাসায় যেতে?
তাই তুইও কি আমাকে ফিরিয়ে দিলি,
নির্জন একাকী বাসাতে।


ভেবেছিলাম গোলাপ ফুলে
সাজাবো তোকে কিন্তু
তুই তো এলি না!
নিয়ে গেলি না তোর গোলাপ
আর প্রিয় ফুল কামিনীকে।