আমার জীবনটা যেন
থমকে গিয়েছিল
জানিনা কোথায়?
এখন আবার খোঁজে পেলাম
জীবনে এগিয়ে যাওয়ার স্পন্দন
মনে হচ্ছে যেন
গুটা পৃথিবী এখন আমার।


তুমি অচেনা;
অবাক চোখে তোমাকে দেখা
ধীরে ধীরে হচ্ছিল সেই তোমার সাথে কথা।
দিবা রাত্রি সকাল বিকাল অনবরত
কথা হতো তুমার সাথে শত শত।
হটাত সেই তুমি আর কথা বলছ না
বলছ কথা কিন্তু খুব সীমিত।


কচ্ছপ গতিতে চলা জীবনে
তুমি এসেছিলে মিশাইল হয়ে
আমার মনে তখন বসন্ত জাগে
মনে এখন ধু ধু প্রান্তর;
নিজেকে খুব একা লাগে।
কাছে থাকা সত্ত্বেও তুমি নেই পাশে
স্বপ্ন বুনে ছিলাম তোমাকে ভেবে
স্বপ্নটা স্বপ্ন ই রয়ে গেল
সত্য হলোনা বাস্তবে।