অন্তর পুড়ছে...
কেঁপে কেঁপে উঠছে গলার স্বর,
চোখের পাতার হিসেবী চলন
জলের অবাধ পতন রোধে।


সম্রাট নিরোর মতই আমিও
সুরে সুরে গলা মেলাচ্ছি দারুণ,
ছন্দে-তালে-লয়ে।
আর অন্তর পুড়ছে গানের এপারে।
এই পৃথিবীর গভীর অসুখ এখন।
রক্তাক্ত কবিতায় অশ্রুর সমাপতন !
ভুলে গেছে রোমান জনগণ নিরোর স্বর্ণযুগ।
ভিতরের কান্না গানের ছন্দে বাধুক তবে তান...


পুড়ছে দেখো,
সুরের ছন্দে,
আমার আদরের রোম নগরী...
রিক্ত আমার হৃদয় আমার রোম নগরী !!