প্রতিদিনের এই ফিরে আসার লড়াই -
এ থেকে অবসর চাই এবার ।


রুটিন মাফিক ছোটাছুটি,
আর নিত্যই
ট্রেনে-বাসে ঝামেলা
বসার জায়গা নিয়ে !


কোনওদিন ছুটে গিয়েও
দাঁড়ানোর জায়গা পাওয়া দুষ্কর ।


সবাই যেন অধীর আগ্রহে
ফুটবলে লাথি মারার অপেক্ষায় !
হোঁচট খাওয়া তাই দিনরাত ।


অবিশ্বাস্য পিছুটানে ঘিরে থাকা যাত্রাপথ,
শ্যাওলা ওঠা ভিজে মেঠো পথের মতই পিচ্ছিল ।
তাকেই গিলে গিলে খায়
দুঃসহ ক্লান্তি !


বাসের পাদানিতে বাদুড়ঝোলা স্বপ্নগুলো
অবসর চাই এবার ।


একটু অবসর-অন্ধকারে একা !!


              ________