তোমার সিঁথির রক্তিমতা
আমাকে কাঁপিয়ে তুলেছিল ।
কী ভীষণ অভিমান করেছিল উপেক্ষিত প্রেম!
কাঁপিয়ে তুলেছিল মৌসুমী বাতাস,
ভাবতে পারেনি অমন শীতল রাতে এমন উত্তপ্ত আবহাওয়া !
মার্জিত সন্ন্যাসীর মতো
ছাই চাপা দিয়ে রাখা একবুক চাহিদা,
কোন বাধ্যবাধকতায় নিষ্কলঙ্ক মলিন বসন !
যা কিছু ছিনিয়ে নেবার যদি
চাইতেও ভয় !
হঠাৎই ঘুম ভেঙে ভাবতে থাকি
হঠাৎ করেই এমন হয়ে যাবে ?


তুমি আমার স্বপ্নে আসা বন্ধ করে দাও।
আমার ভাবনাগুলোকে শীতঘুমে পাঠিয়ে দাও ।