তখনও একঝাঁক নির্লিপ্ত ছিল,
দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে ,
যেদিন বিবর্তনের স্বপ্নেরা পায়ে এসে লুটিয়েছিল
হাতে হাত রাখবে বলে ।
অমাবস্যার অন্ধকার,
আর একঝাঁক সাদা পায়রার ডানা ঝটপটানিতে
ভূ-পৃষ্ঠ উত্তাল ।
শান্তির সকাল আসেনা তখনও...
তাদের জাগার অপেক্ষায় ছিল
যারা নির্লিপ্ত নির্বিকার ছিল তখনও !!