আজকে সময় উদ্ভ্রান্ত, অলস তোমার বাতাস,
আজকে জীবন উচ্ছৃঙ্খল, ব্যর্থ তোমার  প্রয়াস।
এক জীবনে অনেক জীবন এই না হল সত্য,
অনেক জীবন একের ভিতর বৃথাই  মদমত্ত ।
কী চাই কার, কী হবে কে এসব ভাবনা মিছে।
গতানুগতিক পথ চলা তাই সবাই সবার পিছে।
পরের কথা মাথাব্যথা এই তো যুগের হাওয়া,
পরের তরে প্রত্যেকে,আর তাই কি না পর হওয়া !
আত্মমগ্ন নগ্ন জীবন, নগ্ন জীবন পাত,
শঠ সততার সম্পর্ক,যেন অমোঘ ধারাপাত !
অর্থ যদি অনর্থই তবে অর্থ কেন যোগ্যতায় ?
আজকে রাহুমুক্তি তো সেই অনর্থেরই স্বার্থকতায় !
সময় শুধুই সময় দেখায় সময়েরই বেড়াজালে ;
সময় তবু পেরিয়ে যায় মধ্যরাতে-ভোর সকালে।
চঞ্চল স্বপ্নেরা স্বপ্ন বিভোর, তবু স্বপ্ন ফেরি চলে ;
অবিরত স্বপ্নেরা ভীড় করে মেশে দুঃস্বপ্নের দলে ।
কখনও যদিও জীবন থামে ঘামে ভেজা সরণীতে,
কপালের দু'ফোঁটা ঘামের বিন্দু প্রতিদান ধরণীতে ।
যেন দিয়ে ফেলে সর্বস্ব,অথচ সর্বহারারই দল !
ভিক্ষাবৃত্তি জীবন যাপন সব বিলানোর ছল !
সামাজিকতার বাঁধ ভেঙেছে আড়ম্বরের আস্ফালন,
নীতির ভিড়েই নৈতিকতার মুহুর্মুহু পদস্খলন ।
কোথায় দিলে শিক্ষা তোমার,কোথায় জীবনবোধ ?
আত্মঘাতী হায় এ জাতি,অপরাধী যে বিচারবোধ !
আজকে তবে মুক্তি খুঁজতে তোমার কীসে দায় ?
নতুন সকাল ডেকেই ফিরুক,আমারটুকুই চাই !!