আমি সেই স্বপ্নের বাকী অর্ধেকটা
দেখতে চাই,
যা কিনা পৃথিবীকে বাঁচাতে এসেছিল
গভীর ঘুমে ।


আচ্ছন্ন পৃথিবী কি জানে
অন্ধকারে আশ্রয় নিয়েছে
জীবিত অথবা অর্ধমৃত গাছেরা !
যেখানে প্রতিকূল স্রোত
ধেয়ে আসে অনুকূল গতিতে,
নীরব ভঙ্গিমায় ।


অশান্ত ঘুম এখন চারিদিকে ।
ক্রমাগত শব্দের লড়াই ।
ষড়যন্ত্রে ষড়যন্ত্রে অবরুদ্ধ রাস্তায়
গুটি গুটি পায়ে এগিয়ে যেতে চায়
উপগ্রহের সারি ।


একতরফা হয়েই গেছে
বহু পরিক্রমণ,
আবর্তনের অভিমুখ
বদলে দিচ্ছি এবার !!
        ___