বলেছিলাম হাত ছাড়বো না কখনও।
ধরে রাখতে পারিনি,
যাতে তুমি ভালো থাকো।

বলেছিলাম চিরদিন পাশে থাকবো
থাকতে পারিনি,
যাতে তুমি ভালো থাকো।

বলেছিলাম তোমাকে জেতাবো।
আমিই জিতেছি, তোমার জয়ে,
যাতে তুমি ভালো থাকো।

বলেছিলে তৃতীয় কেউ যেন না আসে,
তুমি খুঁজে নিয়েছ।
যাতে তুমি ভালো থাকো।

বলেছিলে আজীবন শুধু ভালোবেসো।
নীরবেই ভালোবেসে যাই,
যাতে তুমি ভালো থাকো।

বলেছিলে একসাথে থাকবো।
এক পৃথিবীতে আছি,
যাতে তুমি ভালো থাকো।।