হিজিবিজি ।
হ্যাঁ হিজিবিজি।
পারছি না তোমাকে সাজাতে ।

অসম্ভব একরাশ অস্বস্তি
টেনে টেনে নিয়ে যাচ্ছে
আমার সমস্ত ছন্দবোধ-রূপক ভাবনাকে !

রক্তের অক্ষরে সাহিত্য দেখো
রাজপথে রাজপথে !
হা-হা'কারে অনুরণিত ব্যঞ্জনা-অলংকার ।

সদ্য ফোটা ঘাসফুল তোমার
খোঁপায় গুঁজে দিলেই
হাসিতে ঘটতো সূর্যোদয় ।
সেখানেও আকাশ হতে চাওয়া
একদল মেঘের অসহনীয় ধৃষ্টতা ।

আমার সমগ্র পরিধি জুড়েই
কীটেদের আনাগোনা।
আর অপারগ ব্যাসার্ধের মতো
আমিও গণ্ডিবদ্ধ !
ঘটনার ঘনঘটা শান্তির খোঁজে !

আমি পারছি না সাজাতে
তোমাকে...
কেমন করে যেমন খুশি সাজাই ?