কাগজ দিয়া সাধের আমার
নৌকোখানি গড়ি',
ভাসায়ে দিনু এ সংসারে,সে
অকূল পাথার-ই।


কাল প্রবাহে পেরিয়ে যাবে
অকূল জলধি,
সঞ্চারিল স্বপ্নরাশি, তাহার
নাহিক অবধি ।


স্বপ্নবেনের রূপকথা সে আনিবে
বয়ে সে কূল হতে।
দুখ-বিরহ, যম-যাতনা নাশিব
সব আপন হাতে ।


প্রেমের সুরে ছুটবে তবে
ঈর্ষা-দ্বেষের ভীড়,
টুটবে তিমির, ফুটবে আলো-
টুটি বাধার প্রাচীর ।


কিন্তু সে ভার সহিবে কেমন
নৌকা কাগজের ?
প্রত্যাশা চাপ নিয়েই সওয়ার
দূষিত যাত্রাপথের।


সইতে নেরে কাল জলধির
নোংরা স্রোতের ভীড়ে,
কাগজেরই নৌকো হায় মোর
ডুবিল সে সেই তীরে !!