(১)
ঐ যে চাঁদটাকে দেখছ না,
ওকে আমি ভালোবাসতে চেয়েছিলাম ।
যখন তৃষ্ণার্ত পা দুটি
ইতস্তত ঘুরছিল ক্লান্ত ভাবে,
কোনও বেহুলার খোঁজে  ;
চূড়ান্ত অদম্য এক স্রোতধারা
যখন গলায় এসে আটকে আছে
কোনও অনাহুতের অপেক্ষায়,
তখনই,
চাঁদকে আমি ক্লান্ত ভাবে
ভালোবাসতে চেয়েছিলাম ।
কিন্তু হঠাৎই দেখলাম চরকাবুড়ি,
তার রং কালো  !


(২)
ঐ যে চাঁদটাকে দেখছ না,
ওকে আমি খেয়ে ফেলতে চেয়েছিলাম ।
যখন প্রত্যঙ্গের আন্দোলনে
মহাভবন অচল প্রায়।
কোনও রাক্ষসের সচিৎকার হাঁ-মুখ
আমাকে উদ্যত করেছিল
ঐ ঝলসানো রুটিটা খেয়ে ফেলতে ।
কিন্তু পোড়া ঝলসানো রুটিটাও
রঙে কালো !