কোথাও একটা মোড় নেই
যেখান থেকে গল্পটা বাঁক নিতে পারে ।
আমি বরং বিয়োগাত্মক একটা উপসংহার ভাবি ।
পাহাড়ি রাস্তা-গভীর খাদ-খরস্রোত
ভালো উপসংহার জমাতে পারবে ।
গভীর অরণ্যে একাকী রোদন নতুন বাঁচার !
ধুর্ সবই গতানুগতিক...  
চলতে চলতে এত মোড়
কোথাও সেই তুমি নেই ।


এখান থেকে হঠাৎ করেই গভীর খাদে
অথবা কড়া বাঁকে অথবা জঙ্গলের ঘুরপাকে...
একটা ভালো উপসংহার !!


কিন্তু একটা মোড় ?