অচেনা চিরদিন
       রয় না অচেনা,
পর চিরদিন
       রবে না পর।
সাজানো যে ঘর
       চির সৃজিত থাকে না,
ঝড়ের কাছে তুচ্ছ সবই,
       ভাঙবে তাসের ঘর ।।


সবাই সবার কাছে
       চির আদরের থাকে না,
হারায় কি তাও ভালোবাসা
       পরষ্পরের প্রতি ?
মন মাঝারের সুপ্ত কথা
       চির লুকানো থাকে না ।
গুপ্ত আশা মহৎ হলেও
       রয় না চির জীবতি ।


ধনী-নির্ধন সকলে সমান
       ভিন জাতি ধর্ম সবই
সহমর্মী সহযোগী হও
       একে অপরের প্রতি ।
নির্ধনের মান নহে কিছু কম,
       অসম তবুও ছবি ।
বিত্তশালী চিত্ত কি তবে
       হরে মতিগতি  ?


চির আপন কভু বা
       চির পর হয়ে যায়,
সত্যই ভাবো সে তো
       ফিরবে পুনর্বার।
সুখ দুঃখ সাথী কভু
        দূরে চলে যায় ।
স্বজন ছেড়ে দূরে যাবেই
        যে আছে যাবার !


সুখী তুমি,সবাই পাশে,
       কালকে যাবেই দূরে।
উদগ্র প্রভুত্ব কামনা কভু
       মানবিকতা করে লুণ্ঠন ।
অবিচারী উন্মত্ত লালসা
       মনুষ্যত্ব হত্যা করে,
কলুষিত করে
       মনুষ্যত্বের পবিত্র অঙ্গন ।