সেদিন অন্ধকার ছিল,
সেদিন একাকীত্ব ছিল, নিঃসঙ্গতা ছিল,
অশ্রু মোছানোর সহানুভূতি ছিল।
গা ভাসিয়েছিল অভাগা কপাল অগণতান্ত্রিক ভাবে।


রাহুর গ্রাস ছিল ঐ চাঁদমুখে,
সশক্ত শাসন ; গন্ডীরেখার বেড়াজাল,
অভুক্ত কান্না অতিক্রম করেছিল অনেক সীমানা।
চিবুক ছুঁয়েছিল অভাগা কপাল অগণতান্ত্রিক ভাবে।


হাতের ওপর হাত,
চোখের নজরে চোখ,
আর হৃদয়ের প্রতীক্ষায় হৃদয়,
মনের পাহারা মন দিয়েছিল অগণতান্ত্রিক ভাবে ।


আজ নিঃশব্দ ঘুম,
নির্লিপ্ত বাহানা,
আর নির্বিকার স্মৃতিরা ;
সময় পেরিয়ে গেছে সময় অগণতান্ত্রিক ভাবে ।।