স্বপ্ন চোখে চলতে চলতে
হোঁচট খেয়ে হঠাৎ চোখ
বিবর্ণ বাসাটার চারিপাশে,
অনাহারী রাক্ষসদের হানাদারি
অপ্রত্যাশিত দুর্বলতার সুযোগ সন্ধানে ।
আর সাহারার মতো শুষ্ক উঠান
নিমেষে শুঁষে নেয়
কপাল থেকে ঝরে পড়া বিন্দু বিন্দু ঘাম ।


স্বপ্নালু স্বপ্নের আন্দোলন
ঝড়ের বুকেও আঘাত হেনেছিল
অভিশপ্ত প্রদীপ নেভানোর
অকুতোভয় সাহস নিয়ে ।


তবু বিবর্ণ পথ ঘিরে ধরে
এগিয়ে যাওয়ার সুযোগটুকু না দিয়ে !


শুধু হতাশভাবে খুঁজে চলা-
স্বপ্ন দেখিয়েছিল যারা  ।।