যে পৃথিবী তোকে ঘিরেই প্রদক্ষিণে রত,
জাগিয়ে তাকে রাখিস;
পারলে তফাতটুকু বুঝিস ।


যে নদীটার জোয়ার ভাঁটা তোরই খেয়াল মতো,
স্রোতের খবর রাখিস ;
পারলে তফাতটুকু বুঝিস !


ছয়টি ঋতুর বসন্তেরা সাত সাগরে নত,
মুগ্ধতা তো জানিস ;
পারলে তফাতটুকু বুঝিস !


যে পাখি তোর পথেই চেয়ে প্রতীক্ষাতে রত,
মূল্যবোধটা খুঁজিস ;
পারলে তফাতটুকু বুঝিস ।


ফুলেই বাগের পরিচয়, ঝরাপাতা তো কত !
কাউকে সত্যি ভালোবাসিস ;
পারলে তফাতটুকু বুঝিস !


সীমন্তে জেগে থাক ভালোবাসার ছটা যত,
রামধনু রং আঁকিস ;
পারলে তফাতটুকু বুঝিস !!