তুমি একটি বার ফিরলে
আমি খুব কাঁদবো আগে,
কেঁদে ভাসাবো তোমার কোল
যেখানে প্রেমের নিভৃত আশ্রয়।
কতদিন মাথা রাখিনি বলো ?


অনেকবার অনে-ক বার এঁকে দেব চুম্বন চিহ্ন
তোমার অভিসারী পদযুগলে,
যেখানে প্রেমের সকল আশীষ।
কতদিন ছুঁয়ে দেখিনি বলো ?


সুদৃঢ় আলিঙ্গনে স্পর্শ নেব তোমার পবিত্রতার ;
অনেকটা সময় থাকবো দেখো
উপোসী পাগলের  ক্ষুধার্ততায়।
কতদিন ধরিনি বলো ?


চোখ তো বাঁধ মানে না,
মনের খবরও চোখই রাখে।
গভীর রাতের দীর্ঘ আলাপন
এখন গভীর রাতের ভাবনা যোগায়,
একবার হাত রেখো এই...এই হাতটায়,
একবার মুছে দিও নিঃসঙ্গ অশ্রুর ফোঁটা।
কতদিন ছুঁয়ে দাওনি বলো ?


দেখে যাও,
ভালোবাসা আর অভিমানের মাঝামাঝি দাঁড়িয়ে আমি,
নিস্পৃহতা নীরব করেছে তোমার রসদ'কে।
ভিতরের পোকাগুলো নড়ছে জানো,
কেউ কেউ আন্দোলনে...
অসম্ভব খিদে একটু ভালোবাসার।
দাও না একটু ভালোবাসা...


পৃথিবী তো ভালোবাসাকেই ভালোবাসে !!