দেব বিগ্রহের সামনে বসানো
রং বাহারি বিজলী বাতিটা ।
বাতিটাতে খেলছে লাল-নীল-সবুজ
রংয়ের রকমারি ছটা ।
লাল...নীল...সবুজ...
আবার...
সন্ধ্যাকালে বিগ্রহের পাশে জ্বালানো
সুগন্ধী ধূপ কাঠি থেকে নির্গত ধোঁয়া,
রকমারি রংয়ের খেলায়
পরিবর্তিত হচ্ছে লাল-নীল-সবুজ রঙে ।
একবার লাল,
একবার নীল,
একবার সবুজ,
আবার...


এমনভাবেই কি পরিবর্তিত হয়
মুখোশের অন্তরালীর মনগুলি ?
রং-বাহারি রংয়ের হিসাবে  ?