ডানদিকে একটু মোড় ঘুরলেই
প্রাচীন জমিদার বাড়ীটা ।
নির্জনতার দুঃসহ বেদনাকে সঙ্গী করেই
আজও বিরাজমান বিশাল ভগ্নপ্রায় বাড়ীটা ।
তার বিস্মৃতপ্রায় স্মৃতি
ইতিহাসের অমোঘ অতলে তলিয়ে গেছে ।
সঙ্গোপনে থেমে গেছে সমস্ত কোলাহল ।
নিভে গেছে সে বাড়ীর প্রাণের স্পন্দন ।
কিন্তু -
আজও এ বাড়ীর গায়ে পাওয়া যায়
আদিম আদিম গন্ধ ।
ঐতিহ্যবহ নির্মাণের প্রতিটা ইঁটেই
আজও মেলে প্রাচীনত্বের টাটকা অনুভূতি ।
সিংহদুয়ার থেকে অন্দরমহলের শূন্য প্রাঙ্গনে
শন্ শন্ করে বয়ে চলে
নবাবী গন্ধযুক্ত স্মৃতিমেদুর বাতাস ।


অথচ,
প্রাক্ গোধূলির পড়ন্ত রোদে পড়া
নিজের ছায়াতেই
বাড়ীটা আজ খুঁজে চলে
ঐতিহ্যমাখা স্মৃতিটুকু ।
প্রাকৃতিক অত্যাচারকে আশীর্বাদ করেই
মাথা তুলে দাঁড়িয়ে আছে
সামান্য সংস্কারের আশায় ।
আঁধার হৃদয়ে জ্বলবে আলোর নিশান !


হ্যাঁ, সংস্কারই করা হবে ।
নতুন করে সংস্করণ ।
প্রাচীনত্বের নিদর্শন,ইতিহাসের সাক্ষী
বাড়ীটা সংস্কারের পর হয়ে উঠবে
এক অত্যাধুনিক মাল্টিপ্লেক্স।
যাদের উদ্যোগী হাতের পরশে
সংস্কৃত হতে পারত
ভগ্নপ্রায় জমিদার বাড়ীটা,
তাদের হাতের ইশারাতেই বদলে যাবে
বাড়ীটার জীবন !


(২)
কংক্রীটে কংক্রীটে তৈরী হল ইমারত।
সত্যিই ঐতিহ্যের পরিমার্জিত সংস্করণ
আধুনিক বিলাসিতা ।
সবার অলক্ষ্যেই রয়ে যাওয়া
অবাঞ্ছিত ইতিহাস বয়ে
আজও বেরিয়ে আসে স্মৃতির শিকড় ।


সত্যিই ঐতিহ্যের পরিমার্জিত সংস্করণই
আধুনিক বিলাসিতা ।
যেখানে প্রাচীনত্বের ডালপালা ছেঁটে
রচিত হয়েছে আধুনিকতার শিকড়।
সেখানে ইতিহাস শুধুই
বিস্মৃতপ্রায় স্মৃতির শেষ গল্পটুকু  ।।