শিরোনাম :- সেই নীল চোখ
সৃজন :- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ :- ইং ২৩-০৫-২০২৪

সেই রাতে তুমি ছিলে সাথে -
খোঁপায় কণকচাঁপা ছিল ।
থর থর কাঁপা কাঁপা ঠোঁটে -
জ্যোছনার আলো গায়ে মেখে ,
চেয়েছিলে ওই নীল চোখে ।

তীরে বসে হাতে হাত রেখে -
ও চোখের নীলে ডুবে যাই ,
সময় থমকে গিয়েছিলো ।
অতল নীলাভ জলরাশি -
একটানা ঢেউ ভেঙেছিলো ।

এই তো প্রথম দেখা নয় -
তবুও দেখেছি কত ভাবে ।
ও চোখের নীলে ডুব দিয়ে -
হৃদয়ের রামধনু রঙে ,
ছবিটি এঁকেছি অনুরাগে !

আবার এসেছি ফিরে আজ -
বুঝি না কি অমোঘ সে টান !
সাদা ফেনা ঢেউগুলি ভাঙে -
সাঁঝের আঁধার আসে নেমে ,
ডুবে যাই আঁধারের গ্রাসে !

আজ আর তুমি নেই সাথে -
আমি একা সাগরের তীরে ,
সেই নীল চোখ দুটি খুঁজি !
ঢেউ ভাঙা জল চোখে আসে -
নোনা জলে - নোনা জল মেশে !!

( কপিরাইট সংরক্ষিত )