মা তোর অগ্নিতত্ব কর সম্বরণ
জ্বলে পুড়ে ছাই হচ্ছে জীবন
মনের  ভিতরে, চুপিসারে
ভিন্ন ভিন্ন আকারে
হচ্ছে ভীষণ আগুন ক্ষুধার ।  
ইচ্ছে কি তোর ?
বলনা করে পরিষ্কার
চাইছিস কি তুই, ধ্বংস আবার ?
আত্মনাশ করুক, সমুহ সংসার ?
এ কোন যজ্ঞ ?
জ্বলে ধীরে ধীরে
জ্বালা তার সমগ্র শরীরে
বহে অহরহ
তবুও বোধ নেই যেন?  
না হলে,  জেনে বুঝে
নিজেকেই  দেয় আহুতি কেহ ?  
কোন মায়াবলে করলি বল ?
লাগালি কেন পূর্ণতার বনে
ক্ষুধাশূন্যতার দাবানল ?  
শূন্যতা যা গ্রাস করে নেয়
পূর্ণতার মানে
সমগ্র চেতনাবল  ।