থাকলে  ঈর্ষা একে অন্যের প্রতি
না করতে পারলে ক্ষতি
রাগ হওয়াটা  স্বাভাবিক l
সহজ সাধারণ  l
কিন্তু  থাকলে অভাব , অনটন?
অসুস্থ  শরীরে
যেমন শরীরের উপর রাগ আসে ।
অভাবেও হয় l
যদি কেউ কথা না কয়
না চলে সাথে  ?  
যদি না আসে ঘুম রাতে  
তাহলেও রাগ আসে
উষ্ণ করে মাথা
করতে শীতল
তুমি লিখতে পারো একটি কবিতা
প্রতি মুহূর্তের চেপে থাকা রাগ
তোমার অসহায়তা ।  
কবিতা  তোমার জীবনের  গীতি  
প্রমান করে,  তুমি অসহায় নও  ।
বাকিদের মত তুমি
এখনও  আশা ছাড়োনি ।
কবিতা তোমার জেগে থাকার বাহানা
জানি, এভাবে সঠিক বাঁচা হয়  না ।
তবে আগুণকে  বন্দী করা যায় শব্দে
যাতে করা যায় ব্যাবহার ভবিষ্যতে
তাদের জন্য,  
যারা উত্তাপ অনুভব করেনা কখনও ।