জানিনা! কি হবে অন্তিম ?
হয়তো বা
থাকবে লেখা এক ফালি সাদা পাথরে
একটি সরল অঙ্ক আর কিছু প্রিয় কথা অক্ষরে অক্ষরে
জন্মের তারিখ, মৃত্যুর দিন


ক্রমে যখন সে হবে প্রাচীন
সাধের শরীর মাটি হবে ,
মাটিই আবার গড়বে শরীর
নতুন নাম, নতুন পরিচয়, নতুন নীড়  
আসবো ফিরে বারে বারে
জানাতে সেলাম তোমার দরবারে
তুমি উজির আমি  ফকির
অস্থির, ভবঘুরে  


তোমার আমার সম্পর্ক সনাতন
ভাবি বসে তাই
কে পর আর কে আপন  
কি হবে তার হিসেব শুনে ?
তার চেয়ে,  এসো বসি তার কাছে  
যে জানে,  কোন বাঁকে  
হারিয়েছি আমি আমার আমাকে
আমার আত্মজ্ঞান ?