ভালো লাগা গুলোর মাথা মুণ্ডু নেই যেন!  
যদি তুমি বল,  যাচ্ছেতাই!!  
আমারও  আবার ভালো লাগতে পারে তাই
তবে, একবার লেগে গেলে ভালো
আর মুক্তি নাই !
পুরনো খেলনা  মাটির বাটি,কড়াই
সযত্নে আগলে রাখে
যেন যখের ধন
বলে, আমার ছোটবেলার স্মৃতি  
আমার প্রিয়,  আমার আপন!  
কেউ আবার কালোতেই দিয়ে বসে মন
বলে,  কালোই সনাতন
পেলে সুন্দর মন, রঙে রুপে কি যায় আসে?
অনেকে আবার বোঝে অন্যরকম!  
ভালো লাগাতে চায়না সহজে
তাদের কাছে, এইসব মিছে  
কুৎসিত আবর্জনা!
তারা ভালো খোঁজে
আর খুঁজতে! খুঁজতে! হাঁপিয়ে উঠে অবশেষে
ভাগ্যকেই গাল দেয় ঠেসে
আপন কি পায় ?
পেলেও কি তার মুল্য বোঝে ?
খালি হাতেই আসে, খালি হাতেই যায়  
তবে যারা বোঝে,  তারা আঁকড়ে! রাখতে চায়
যেতে দেয় না!  
ভালোলাগা স্মৃতি আর আপনের অনুভূতি
থাকে চিরন্তন,  যেমন জীবন!
মৃত্যুর পরেও, যার শেষ হয় না
বার বার টেনে আনে
আপন থাকে যেখানে
আপনের জন্য করে অপেক্ষা