যদি বল শূন্য বলে কিছু নেই
তাহলে আমারও কিছু আছে বলার
আমি যদি বলি শুন্যে আছে জিজ্ঞাসা সবার
তাহলে,  কি মনে হয়?
যেমন হয় ভবিষ্যতের কল্পদৃশ্য
সিনেমার পর্দায়!  
শূন্য মানে কি কল্পনা মাত্র ?
নেই,  তবু আছে ভাবনায়  
যদি না থাকে এই চাকচিক্য, এই মনিহার
যদি থাকো বেঁচে তুমি এই বিশ্বে
একা নিঃস্ব অসহায়!  
তাহলে , কি মনে হয় ?
যদিও তুমি থাকবে না  চিরকাল অস্তিত্বে
মৃত্যু  আসবে তোমারও
তোমার  ভাবনাগুলি তখন তোমাকে খুজবে
তুমি থাকবেনা , কিন্তু তোমার গড়া শূন্য থাকবে।
শূন্যই থাকে, আর কিছু থাকে না কখনও
এ জগত শুন্যময়।
আমরাই গড়ি , আমরাই ভরি
তাই, ভাবনার সাথে খেলা নয়।
ভাবনায় আছে পার্থক্য
সব ভাবনাই কি শুভ হয় ?