যতোটা পারি দেখাতে
ঠিক ততটাই! যদি পারতাম বাসতে ভালো
তাহলে হয়তো!  কোন প্রশ্ন উঠত না মনে
থাকত না সংশয় কোনও !
মাতৃভাষাও হয় নাকি পুরনো ?
অচল আধুলি যেন!  
মাটি আঁকড়ে পড়ে থাকা কিছু প্রেমিকের ধন
বাধ্যবাধকতা ছাড়া, উৎসাহ কম!
আর নির্দিষ্ট দিনে করে স্মরন, কর্তব্যপূরণ!  
ভাগ্যিস! ওরা লড়াই করেছিল তাই!
নাহলে! আজকের মানুষ তো দিয়ে উন্নতির দোহাই
বিদেশী ভাষাকেই উন্নতির সিঁড়ি মনে করে
এ ভাষা নাকি! গরীবের ভাষা ,
হয় পড়ান শুধু সরকারী ঘরে
তাদের সন্তানরা তাই  ইংলিশ মিডিয়ামে পড়ে  
হতে গিয়ে সভ্য, হারিয়ে ফেলেছে সবটাই!    
তারা লিখতে পারে না, বলতেও লজ্জা পায়।  
তবুও তাদের গর্বে বুক ফুলে যায় ।
তবে এই দিনটিতে শুভেচ্ছা পাঠাতে ভোলে না!