এটা এমন একটা সময়, যখন সকলেই  বোদ্ধা
সবাই সবকিছু  বোঝে
কাউকে কিছু বলতেই হয় না।
করলেই  জিজ্ঞেস, বলে গুগুল বাবা আছে
যার যা জানার ইচ্ছে , সব পাবে তার কাছে
জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ
প্রস্তর যুগ থেকে অশোক সম্রাট
গ্রহ , তারা, মহাকাশ, দেশ
পুঁথিপড়া জ্ঞানীদের দিন শেষ
এখন একটাই ক্রেজ ।  
না থাকলে কাছে, যন্ত্রটা
নিসপিস করে হাতটা ,
মাথা কোন কাজ করে না।
অবাক অবাস্তব জীবন
জ্ঞানীর মত আচরণ
আসলে ভিতরে কিস্যু নেই , ফাঁপা।
শব্দ করে খুব
এই বীজ পুঁতলে! রেখোনা ফলের আশা।