ওরা তোমাকে ব্যস্ত রাখতে চায়
ছলে বলে কৌশলে, রকমারি বাহানায়
তোমার প্রতিটা মুহূর্ত ,  প্রতিটি ভাবনায়
বিভ্রান্তির ছবি আঁকে  
তোমায়  ব্যস্ত রাখে ।  
তাই মাঝে মাঝে,  
একই কাজ বহুবার  করায়।  
পারবে কি বলতে?  
হতে গেলে নাগরিক
ঠিক কতগুলো পরিচপত্র হয় ছাপাতে ?
তাতেও হাজার  বানানের  ভুল,  
ভুল  ঠিকানা, ভুল ছবিও হয় শোধরাতে?
শুনেছি এখন  লিঙ্ক  হয় করাতে
আবার কখনও,  বাড়া ভাতে
ঢেলে জল,  করে গতি অবরোধ
ভেবোনা এই সবকিছু, অজ্ঞাতেই হয়?
করতে গিয়ে সুবিধা সকলের,
বলতো কেন, অসুবিধে যায় বেড়ে?  
দুদিনেই  যা হতে পারতো  শেষ ,
দশ  বছর ধরেও  চলে তার রেশ ।  
জানো কি ! তোমার  প্রতিটি মুহূর্ত
তাদের কাছে কত দামী ?
তুমি ভাবতে পারো না, তবে তারা ভাবে
আমি জানি ।
যত বাস্তবমুখী প্রকল্প, বেকারি দুরীকরনে গুরুত্ব  
সবেতেই ফর্ম ফিলাপ করতে হয়, বাকিটা গল্প ।  
কারন,  তারা জানে-
উপরে কোলাহল,  নিচে সিদ কাটে চোর
পেলে অবসর
হবে চর্চা তাদের কুকীর্তির খবর  
উঠবে  প্রশ্ন
বার বার দিতে হবে উত্তর।
থাকলে ব্যাস্ত , সময় কি আর পাবে কখনও ?
অদূর ভবিষ্যতেও যাতে
সেই দিন আর না আসে
করে তৈরি  নিত্যনতুন ফাঁদ।
ওটাই  তাদের কাজ।  
যদি নাও বা না থাকে অহ্ন
মনোরঞ্জন থাকে যেন ।
ঘরে না থাকলে ভাত, কেউ বলে?
তবে না থাকলে   ইন্টারনেট  
প্রশ্ন অবশ্য ওঠে ।  
আজব অস্তিত্ব বটে!  
বাস্তবে মেরে ,  কল্পনায় বাঁচিয়ে রাখে।