যদি বাজারে পাত কান ,
পাবে শুনতে তাদের গান ।
শুনলে !!!    
পায়ের নিচ থেকে তোমার,
মাটি যাবে সরে  ।
খালি হয়ে যাবে সব সঞ্চয়
জমিয়েছ যা  একটু একটু  করে
নেবে পুরোটাই  কেড়ে।
দ্যাখোনা কি !  সেই কবে থেকে
দাম বাড়ে ধাপে ধাপে,
প্রতিটি ব্যবহার্য বস্তুর, সময়ে খেপে খেপে l
কমেছে কখনও ? শুনেছো কি ?
দেখেছো কি! বেড়েছে আয় দাম অনুপাতে  
ছিল কি উচিত! যদি হয় অগ্রগতি ?
তুমি বলো,  এটাই উন্নতি
বিজ্ঞান আর প্রযুক্তির কারিগরি
চকচকে অফিস আর দামী দামী গাড়ি
সবকিছুতেই  অতিরিক্ত বাড়াবাড়ি?
নামেই শুধু সস্তা
মেলা অপ্রয়োজনীয় খরচা l
আর সেই  বিজ্ঞান প্রযুক্তি বিদ্যা!
যার উপরে তোমার এতো গর্ব!  
সেসব তোমার শেখার জন্য নয়
তুমি শুধুই ব্যবহারকারী।
দেখ কেমন জালিয়াৎ !
ব্যাঙ্কেতে পাতে ফাঁদ
বলে, সবকিছুতেই এখন লাগবে চার্জ
নিজেরও  টাকা যদি হয়, তাহলেও
নগদ আর নয়
করো ডিজিটালে হাতেখড়ি l
স্বর্ণমুদ্রা থেকে সস্তা হতে হতে আজ কাগজে
অবশেষে মাত্র কিছু সংখ্যার সারী।  
তবুও বলে হয়েছে উন্নয়ন হাড়ি  হাড়িl
জানো কি! ডলারে দিলে রাম বাড়ি?
শেয়ার বাজারও  হবে কুপোকাৎ
শুধু তুমি নও , দেশও যাবে গোল্লায়
থাকবে না কোন কানাকড়ি
নিলামও পারে হতে দাদুর যত্নের হাতঘড়ি  
ঘুচে যাবে তখন, সব  তাঁবেদারি
যেমন দিয়েছো তেল এতদিন ধরে!
বোলো তখন হাতজোড় করে
স্যার , আই অ্যাম ভেরি সরি।  
আসলে, খেলাটা আমি ঠিক বুঝতে পারিনি।
আমি  কি আরও একবার, চান্স পেতে পারি ?