আমি এক ছাপোষা মানুষ
অযথা আমায় বিরক্ত করিবেন না ।
আমি ডেলি প্যাসেঞ্জারি করি
দশটা পাঁচটার  ডিউটি সেরে
প্রতিদিন রাত দশটার ভিতরে, বাড়িতে ঢুকে পড়ি।
আমি না তাকিয়ে ডাইনে বায়ে সোজা পথ ধরে চলি
কোথাও কারও কোন ঝামেলায় নাক গলাই নাl
মন্দের মাঝে আমি ভালো সেজে থাকি
অযথা আমায় বিরক্ত করিবেন না ।


কারও প্রতি আমার কোন ক্ষোভ নেই
আমি খুশী আমার গতানুগতিকেই
বাড়ুক যতই দাম জিনিসের, আমি  ম্যানেজ করি তাতেই।
লকডাউন হোক অথবা টিকা নেই আপত্তি কিছুতেই  
কোন প্রতিবাদ, কোন অভিযোগ করি না
নিজের কাজেই নিজেকে ব্যস্ত রাখি  
অযথা আমায় বিরক্ত করিবেন না ।


যারা যা বলে,  সব মুখ বুঝে শুনি
বললে করতে কাজ , করি চুপচাপ
লাইনে দাড়িয়ে ভোটটাও  দিই ঠিকঠাক
নাগরিক দায়িত্বও যথাযথ পালন করি
তবে পতাকা ধরিতে বলিবেন না
ঠকঠক  কাঁপে আমার  হাত,
রক্তচাপের  ওষুধ পকেটে রাখি
অযথা আমায় বিরক্ত করিবেন না ।


আছে আইন আদালত
আছে ভারপ্রাপ্ত দপ্তর সব
আছে সংবাদ মাধ্যম সজাগ
আছে প্রতিটি পাড়ার মোড়ে পার্টি অফিসের কাক
আছে  বুদ্ধিজীবি,  প্রশাসন আর  
সবার  উপরে আছে মহামান্য সরকার
আমাকে কেন  দরকার!  সেইটাই তো বুঝি না?  
আমি এক ছাপোষা মানুষ
আমায় অযথা বিরক্ত করিবেন না ।