চলে যাবো বলেই কি এসেছিলাম খালি হাতে ?
কিছু নিয়ে যেতে পারি এমনটা ভাবিনি কখনও
দেখেছি চেয়ে আকাশ পানে
প্রতিদিন যতো রথ ওঠে নামে
তারাও কেউ কিছু যায়না নিয়ে সাথে


সবাই ভাবে!  
ভাবে প্রত্যেকে
তবুও দিন শেষে প্রতি রাতে
সব ঝাড় বাতি নিভে গেলে
কাজের ব্যাস্ততায় সময় যখন শেষ
কিছু মুখ এসে উঁকি দেয় মনের জানালাতে
যারা কিছু গিয়েছিল নিয়ে আর দিয়েছিল অনেক
একটা উন্নত মন গড়ার শিক্ষা আর কিছু দামী উপদেশ


তখন মনে পড়ে
কিছুই তো পারিনি গোছাতে  নিজের বলে
আরও একটা জন্ম পেলে হয়তো হত খুব ভালো
একটু প্রস্তুতি নিয়ে পারতাম আসতে!
খালি হাতে এভাবে যেতে হতনা অন্তত
রথ দুয়ারে এলে।