মগজের  চৌকাঠটা পেরোতে পারলে
পুরনো ধারনাগুলো নিজের খোলস ছেড়ে
বাইরের খোলা বারান্দায় এসে হওয়ায়  দোল খায় ।
অনেকেই জানেন  সেটা ।
তবুও বন্ধ রাখতে বলেন  কপাটটা l
পরিবর্তনে ভয় পায়
চলতে চান গতানুগতিক ধারায় l
বাস্তব আর অবাস্তব বোঝায় l
একটা বদ্ধ ঘরের ভিতরে যা হয়!
তারা  বলে,
অভ্যেস করতে পাড়লে
ওতেই নাকি করা যায় বিশ্বজয় ।
কপাট খুলে কি হবে?  
ভাবনার সাথে ভাবনা মিলবে ।
নানা প্রশ্নের উত্তর চাইবে ।
তার চেয়ে বরং , যা দেখা যায় তাই টুকবে
যা পড়ানো হয় শুনবে
দরকার কি!  বাইরে দেখে ?  
উত্তর পেলেই তো হল ।
আর বদ্ধ ঘরে!  যেটা বললাম আগে ।
বিজ্ঞান আর আধাত্ম তাই আলাদা বিষয়
একটা বিশ্বাস করানো হয়
আর অন্যটা,  ঠিক হয় কিভাবে?
কেউ কি পারবেন বলতে?
তাহলে খাতায়  টুকে নেওয়া যেত,
কপাট না খুলেই,  বলে দেওয়া যেত
কোথায় পার্থক্য  ?  
সারাজীবন  বিজ্ঞানকে মাথায় তুলে রেখে
অন্তিম সময়ে এসে ,
যখন ঠুকবেই মাথা তার  চৌকাঠে ।
তবে কেন নয়  শুরু থেকে ?