যখন কোন প্রশ্নের উত্তর অজানা থাকে
প্রশ্ন করার আগে , মনে  সংশয় জাগে
হৃদয়ে  দ্বিধা আসে ।
থাকলে জানা  উত্তর, জ্ঞাত পরিণাম
তবুও  প্রশ্ন নাচে ?  
হৃদয়ে দ্বিধা আসে ।
আর  মৃত্যুর ভয় দেখিয়ে
যদি কেউ বাঁচানোর গল্প ফাঁদে?
তাহলে দ্বিধা আসেনা , সন্দেহ আসে ।
হৃদয়  নিরসন খোঁজে ।  
এইটাই সময়
তৃতীয় বিশ্বস্ত একজনের দরকার হয়
সে যদি যুক্তি দেখিয়ে বলে
এটাই একমাত্র উপায়
বেড়ি পড়তে  হবে পায়
সেইটাই বোঝে ।
নিজেই নিজের পায়ে  বেঁধে শৃঙ্খল
স্বেচ্ছাবন্দি হয়ে কারাগারে থাকে  l
দ্বিধা থাকে না
থাকেনা কারও দায়
তবে পরিণাম ভিন্ন ঘটে ।
সময়ে বোঝা যায় l