জীবন একটাই
এমন অনেকেই ভাবে,
আবার বলেও  অনেকে, এর শেষ নাই ।  
এই যায় সেই যায় রব ওঠে
আবারও আসে ফিরে,
অন্তিম শয্যায় শুয়ে
এক আনা, চার আনার কষে হিসেব
এক মন দিয়ে ।  
ভাবতেই পারেনা
পরের মুহূর্ত, হয়তো আর থাকবেনা।  
হটাতই মনে হয় যেন  
হাত পা গুলো এতো অসাড় কেন ?
মুখেও তো কিছু যাচ্ছে না  বলা
শরীরটাও লাগছে ফুরফুরে হালকা  
তাহলে কি আমি মরে গেছি ?!!
বিশ্বাসও  করতে চায়না ।  
তাই বুঝি!  বিস্ময়ে থাকে চেয়ে
আকাশের দিকে,  শেষ নিঃশ্বাসে।
চোখের পলকও পড়ে  না ।
হিসেব চলতে থাকে,  
মরে গেলেও, ঘোর যেন আর কাটে না!