গল্প করতে বসলে
তুমি বার বার ডুব  যাও
তোমার সেই পুরনো দিনগুলিতে,
যা হয়তো একান্ত তোমারই  থাকবে।  
কোনদিনই  হবে না আমার ।
তবুও তুমি শোনাবে বার বার ,
একটুও না থেমে,  
নানা অঙ্গভঙ্গি করে  
তোমার সেই ফড়িং ধরার গল্পটা
অথবা পল্লবীর সাথে কাটানো সন্ধেটা ।
তুমি জানো তোমার সেই সব গল্পে
আমি ছিলাম না ।
কিন্তু গল্প করতে বসলে,  
তুমি সব ভুলে যাও ।
ভুলে যাও, তুমি আছো বর্তমানে
এখানেও তোমার,  নতুন কিছু গল্প তৈরি করার আছে ,
বার বার শোনানোর মত ।
যা শুধু হবে না একার
হবে তোমার আমার ।
তখনই জমবে আসর
শুনবে যখন তুমি আমার কথা
আমি শুনব তোমার ।