কোনোদিন হটাৎ  যদি মনে হয়
মনে হয় যা  হয়েছে শেখানো
সবই ছিল মিথ্যে,  সাজানো ।
অবাক হোয়না যেন ?
তিনশ  বছর ধরে
অথবা তাঁরও আগে থেকে
একটু একটু করে
অবিজ্ঞানকে বিজ্ঞানের মতন  করে পরিবেষণ
অসংখ্য তথ্যের পরিবর্তন
একটু একটু করে  
প্রতিটি আচরণ করতে নিয়ন্ত্রন
স্বতন্ত্র মানবজীবন
তথ্যে বন্দী এমন
মানব নয় কোন পোশ্যের মতন
করে আচরণ।    
অজ্ঞানকে মনে করে জ্ঞান
গর্ব করে , করে অহংকার
একে অপরের সাথে বিভেদে
লড়ে, মরে,  ছিনতাই করে
আপন পর চিনতে না পারে
শয়তানকে মনে করে ভগবান
পূজা করে , আরাধনা করে ।
করে পরিবর্তিত  সমাজের গঠন  
এটাকেই স্বাভাবিক মনে করে কাটায় জীবন  ।
জানি চলবে এভাবে আরও বহুকাল, বহুদিন  
হয়ে মানব শয়তানের অধীন
শান্ত নয় উদ্বিগ্ন রবে অকারণ
জ্ঞানশূন্য তবে  জ্ঞানীর  মতন করে আচরন   l