এতটা এগিয়ে এসেও যেন
বারে বারে হয় মনে
হয়নি এগোন একটুও!
এখনও জীবাণুকে করি ভয়!  
অবাক হতে হয় !
এখনও উঠলেই ঝড়, খুঁজি আশ্রয়
এখনও ভাইবোনেরা থাকে অনাহারে!  
হারিয়ে  বিশ্বাস পরমপিতার  
প্রকাশ দেখি জগতজুরে লোভ আর হিংসার
ক্ষমতার বিধ্বংসী রুপে গাঢ় হয় ক্ষত
এতটা না জানলেই হয়তো! বেশী ভালো হতো ?
ছিল কি ক্ষতি! যদি থাকতাম সাধারন ?  
করে স্বল্প চাহিদা সকল, শুধুই জ্ঞানের অন্বেষণ
ছিল কি প্রয়োজন!  হওয়া যান্ত্রিক ?
উন্নতির অস্ত্রেই আজ বিপন্ন জীবন, ভবিষ্যৎ অনিশ্চিত !  
বুঝতে পারি!  তবে পারিনা বলতে জোর গলায়
সেই অধিকার আমরা হারিয়েছি এগিয়ে চলায়
এখন শুধু মহাপ্রলয়য়ের দিন গুনি,
দিন গুনি প্রায়শ্চিত্তের ,
জড়ভরতের মত বসে এক কোনায়
গুনতে থাকি সময় সেই কালরাত্রির ।