কতো কথাই আসে খেয়ালে
নিজে নিজেই বলে
কতো চুপচাপ করে অপেক্ষা,  চলে যায়
আর আসে না ফিরে
কতোর হিসেব, রাখে না কেউ
রাখে সেগুলোই , যেগুলো ভাবতে শেখায় ।
শেখায় , শব্দগুলোর  কোনটাই অহেতুক নয়
আছে কারন,  আছে জীবন প্রত্যেক কথার
আছে প্রাণের মত জন্ম,  আছে মরন
কেউ বাঁচে খুব অল্প, কেউ পায় দীর্ঘজীবন
আর কেউ অমর হয়ে যায়।