কবির কবিতা কবিরাই পড়ে
কবিরাই করে  গুণগান।  
কবিরাই করে সমালোচনা  
কবিরাই মাপে মান ।
করে প্রচ্ছদ রঙিন
কবিতা নাকি  হয়েছে সৌখিন
বিনোদন আর মনোরঞ্জন।  
আর কবির মন ?
সেও কি বিনোদনের বস্তু এখন ?
রাখতে কবির সম্মান
যে কবিতা স্কুলেতে পড়ান হয়
তাকেও  কেবল মুখস্থ করতে হয় ।
পাঠ্য বইটাতে
কবিতা  পড়ে থাকে
হয়ে ছিন্নভিন্ন , প্রশ্ন আর উত্তরে ।
প্রকৃতি , ভাব, ভালোবাসা সব যেন গেছে মরে ।
বসে আছে কবি একা  দাঁড়িপাল্লায় ।
এক অন্ধ বদ্ধ  ঘরে ।
আধুনিকতার  শুঁখনো কংক্রিটে
যে কবিতা জেগে ওঠে
তাতে তো জীবনের বিষণ্ণতাই প্রকাশ পায় ।
তবুও তাতেই মেতে ওঠে
কবি,  নতুন সৃষ্টির গান গায় ।
কবিতা নয় কোন রসিকতা , হাসির  মতন
কবিতা হল কবির সাথে বসে
কবির চোখে দেখা  এক  নতুন দৃষ্টিকোণ ।
যে সভ্যতা হতে চেয়ে স্থির হয়েছে অস্থির
তার মননের শান্তি চেয়ে যে কবি গান গায়
তাকে দিলে বিদায় ।
সভ্যতাও বলবে “আমি  ক্লান্ত”।  
আমারও অবসর চাই ।