অব্যক্ত কথার সারি
নিস্তব্ধ, জমে ‘দাঁড়ি’  
শব্দ হতে চেয়ে মোচ্‌ড়ায় বুক
কুঁচ্‌কিয়ে মুখ
পাশ ফিরে শুয়ে  
কুঁকড়ে, দলা পাকিয়ে
আঁকড়ে বিছানার গদি  
এক নোনা জলের নদী
ফুঁপিয়ে আছড়ে পড়ে শেষে
মাথার নরম বালিশে  
মোহনার খোঁজে
ভিজিয়ে সব জাগতিক সুখ।