এরা সকলেই সম্পর্কে
একে অন্যের মাসতুত ভাই
একদল! মারে প্রচণ্ড অত্যাচারে
অন্যদল বলে, আমিই বাঁচাই!
আসলে! দুজনেই নাটক করে,  
লক্ষ্য কিন্তু একটাই!  


নাহলে! ডলারের হিসেবে নামলে টাকা
বন্ধ করে কি কেউ রপ্তানির চাকা ?
দেশভক্তির আড়ালে  
বাড়াতে পন্যের দাম,
হয়ে একজোট
করে তৈরি কৃত্রিম সঙ্কট
ঘরে! ঘরে!  দেশে! দেশে!  


যদিও গোলায় ধান, ভরা থাকে ঠেসে!  
তবুও লাফিয়ে বাড়ে মুল্য  
তাই! কেউ পাম তেল বললো ,
অমনি! কেউ বলে উঠল গম
আর বলল কেউ , জ্বালানীর উৎপাদন কম
যতই দেখাও যুক্তির পাহাড়
শেষে,! মেনেই  নিতে হবে


যদি না মানো!
হয়ে দেশদ্রোহী কাটাবে দিন হাজতে।  
মুদ্রাস্ফীতি কিন্তু! বাড়তেই থাকবে
অর্থনীতির নিয়ম মেনে  হবে মূল্যায়নও    
ভায়েরা পাবে শিরোপা অনন্য
কঠিন সময়ে উচিত পদক্ষেপের জন্য
করা হবে ঘোষণা পুরস্কার ।
গরীবের রক্তে আবারও একবার
লেখা হবে ইতিহাস কালো
তবে সাদা কাগজে।