প্রতিবার স্রোত এসে ভেঙে দেয় তাকে
গলিয়ে মিশিয়ে নিয়ে যেতে চায় নিজের সাথে
লোকালয় ছেড়ে  বহুদূর...  
পলি করে ফেলে রাখে খাল বিল নালা নর্দমায়
তাও কি পড়ে থাকে ?
সে যে মাটির মানুষ
মাটি যে কাজে লাগে
ব্যবহৃত হয়
কেউ দালান বানায়
কেউ গড়ে ক্ষমতার স্তূপ
তবুও কি নিতে পারে কেড়ে
তার মাটি হওয়ার সুখ ?
সে জানে! কারা তাকে ভালোবাসে
আর কারা দেয় মানুষের রূপ  
অগুনতি পাথরের মাঝে।