মন! মানে না শাসন
যত বলি!  যাস না অমন!
বুঝিস না তো দিনকাল?    
কেউ আছে বাঁশি নিয়ে
আর কেউ তোর ফাটাবে কপাল!

শোনে কি সে কথা আমার ?
রাগ করে, করে মুখ ভার
আর পেলেই সুযোগ
একছুটে তেপান্তর পার ।


আমি মরি ভয়ে
এই বুঝি! গেল সব কাঁচিয়ে
কার ভিতরে কি আছে ?
বলা কি যায়!  এমন করে ?  
কেঁচো, সাপ, ব্যাঙ, ইঁদুরও তো হতে পারে ?

হটাৎ! যদি করে বার ?
কি হবে! ভেবেই পাই না পার
আর সে কি না!  বলে
চুপ কর! যা হবে দেখা যাবে!  
মন কি তোর পোষা বিড়াল ?
তোর কথা শুনে চলবে!  
চলবে তেমনই যেমন ভালো লাগবে ।
আজ থেকে আড়ি! তোর আমার ।