আজ আছি বেঁচে
হয়তো বা থাকব না কাল ।
হতে পারে এটাও
আমার হাতে  নেই চব্বিশ ঘণ্টাও ।  
সহজ এই সত্যটাও  ,  
কিছুতেই থাকে না মনে ।
আমি অশান্ত প্রাণে  
শান্তির খোজ মোটেই করি না।  
এটাই কি কারন?
তাই বুঝি শান্তিও  
আমায় জানান দেয় না ।
চুপিচুপি আসে
অথবা হটাৎ
এক অতিথির ছদ্মবেশে
কোন এক ক্ষণে
সবকিছু হয় শান্ত
বুঝতেই পারি না ।
পশমের বালিশ দিয়ে মাথায়  
যেমন আসে ঘুম দুচোখে
কোন জ্বালা, কোন যন্ত্রণা থাকে না ।
শুধু ঘুম থাকে ।
এতো যুদ্ধের শেষে
বিশ্রামেরও  তো দরকার, তাই না ?  
অথচ দেখ, আমি  থাকতে চাই জেগে
অনন্ত কাল ধরে
সময়ের সাথে
বিশ্রাম  চাই না ।