অনেক  মানুষের কাছে
বাঁচার ইচ্ছে আছে
তবে কোন
উপার্জন নেই
খাদ্য  নেই
কাপড় নেই
বাসস্থান নেই
শিক্ষা নেই
চিকিৎসা নেই  
আধিকার নেই
সুরক্ষা নেই
মান সম্মান নেই
আর কিছু মানুষের কাছে
এগুলো সবই আছে
অথচ তাদের কোন
মানবতা নেই
মুল্যবোধ নেই
ধর্মবোধ  নেই
বাছবিচার নেই
লিঙ্গবৈষম্য নেই
লাজলজ্জা নেই
দয়ামায়া নেই
বিবেক নেই
তবে অহংকার আছে ।
আর আছে একরাশ ক্ষিদে
আছে শিকারির মত আচরণ
পুঞ্জীভূত করে ক্ষমতার কেন্দ্রিকরন
বাড়িয়ে  ব্যাবধান
হচ্ছে যা দ্রুত সম্প্রসারণ ।  
পরিস্থিতি  নেই আর আগের  মতন ।
তবুও দিকে দিকে হচ্ছে প্রচার
পুঁজিবাদের জয় জয়কার
উন্নতি করছি আমরা , উন্নত হচ্ছি এখন ।
অভাবের মা
তাই আর টিভিতে সিরিয়াল দ্যাখে না
দ্যাখে শুধুই বিজ্ঞাপন।  
আর যখন,  ঘরে রান্নার চাল  ফুরিয়ে যায়।
নিজের মনেই গুন গুন গান গায়
খোকা ঘুমালো পাড়া জুড়ালো উন্নতি এলো দেশে
উন্নয়নে  ধান খেয়েছে রান্না করবো কিসে?