আছে কিছু যারা খুব অল্পতে হয় খুশি
দাবী খুব সামান্য, নয় রাশি রাশি  ।
তবুও সেই অল্পও তাদের ভাগে জোটেনা
তারা বুঝি কিছু চাইতেও  জানেনা
দয়ার দান,  তাদের বাধে সম্মান
চায় খেটে খেতে,  দুহাতে
কাজের শেষে,  ফিরে যেতে
নিজের ঠিকানায়
নিজের মানুষগুলোর কাছে।  
তারা এখনও ভালোবাসা বোঝে
অবিরত  খোঁজে , শান্তিতে  বাঁচার উপায়
যখন সারা পৃথিবী  ব্যাস্ত জলসায়
তাদের কোন আগ্রহ জাগেনা
ব্যস্ততার জীবন তাদের ভালো লাগেনা ।
খেটে চলে অবিরাম
ফেলিয়ে মাথার ঘাম
আমার  জন্য রাঁধে ভাত
আমাদের দিনরাত , তাদের সেবায়
তারা আমার  সুখের পালঙ্ক সাজায়
আমার সুখের ভাগ  চায়না ।
দুমুঠো  শান্তির ভাত তাদের প্রিয়
তবুও আমি  থাকি  ভিত
যদি কোনদিন  না থাকে সেইজন
কিভাবে চলবে এই আরাম জীবন ?
তাই তাদের মুল্যকে করে হীন
নিজেকে করে তুলি মুল্যবান
সভ্যতার কাছে ।
মুল্য জানলে কি আর খাটবে কখনও  ?
ভুল ধারণা যদিও
জানে তারাও , খাটে যতোটা
তার কনামাত্র দামও  পায়না
তবুও তারা নাম চায়না ।  
এমন নয়,  যে তারা প্রতিবাদ করতে জানে না ।
জানে শান্তির দাম
নামধাম,  অর্থ প্রতিপত্তি সব ক্ষণিকের ব্যারাম ।
শান্তিই মূল্যবান ।
তাই তারা সহ্য করে
যদি এভাবেও থাকা যায়  শান্তিতে
ক্ষতি কি তাতে ?
অথচ , আমরা তাদের সেই সস্তার শান্তিটাও  দিই না ।