তুমি স্থির নও তোমার মন্তব্যে
প্রশ্ন করে অনেকে।  
আমি বলি গ্রহ,নক্ষত্র, অণু,পরমাণু
কে স্থির কবে ?
হতে গেলে স্থির সম্পূর্ণকে জানতে হবে ।
জানি আমি এতোটুকুই,  
জানিনা সম্পূর্ণ হব কিভাবে ?
এক ইচ্ছার শেষে যে হয়
আরও একটা ইচ্ছার সূচনা।  
ফলাফল অসম্পূর্ণ , কখনও মনোমত হয়না
তাকেই করতে কি সম্পূর্ণ
কল্পনার জাল বোনা ?  
এক পৃথিবী থেকে অন্য এক পৃথিবীর দিকে ?
ইচ্ছের কাছে সঁপে দিয়ে নিজেকে
অসম্পূর্ণের বৃত্তে ঘুরে চলা অবিরাম
মৃত্যুর পরেও বাড়িয়ে দেয় হাত
চেয়ে নেয় আরও একটা জীবন।  
আরও একবার বেঁচে ওঠার তাগিদে ।
মন্তব্যের জীবন বুঝি আরও ছোট
কথার পিঠে চাপালে কথা
সরে যায় অবিরত
তবুও কিছু অবশিষ্ট থাকে
জেনো জীবন অনন্ত
কোন কিছুই হয়না শেষ এই পৃথিবীতে
আমিও না তুমিও না
তবুও কি আমরা পারিনা থাকতে মিলেমিশে ?