যারা সহজে উঠতে চান উপরে
কিম্বা আছেন যারা বর্তমানে পদে
তারা অনেকেই গন্ধ পান!
প্রকাশ করেন  না !
সতর্ক থাকেন, চোখ রাখেন খবরে  
অনেকেই পান না! আঁচও যদিও
হয়ে যান খাদ্য! ভিতরে ভিতরে
অনেকে আবার করতে চেয়ে নিবেদন
ফুলমালা চরিয়ে হাড়িকাঠে, নৈবেদ্য হন
এই প্রথাও আছে প্রচলিত সমাজে  
তবে, নরমাংস ভক্ষণ নিষিদ্ধ!  প্রকাশ্যে!  
রাখলে আড়ালে! চর্ব্য চস্যে
অনেকেই ভাগ বসাতে চায়
লেখাতে চায় নাম নরখাদকের দলে।
জানে,  মারা গেলে! একবার
চিরকালের জন্য মুখ বন্ধ হয়ে যায়।
বেঁচে থাকার কোন মানে থাকে না!
তবুও উপরে ওঠার বাসনায় মেতে
একটু রক্তের স্বাদ পেতে! একটু মাংসের স্বাদ পেতে !
কত নরবলি হয় প্রতিদিন
সব কি!  ছাপানো যায় কাগজে ?